হায় ঝরে যায়

হায় ঝ’রে যায় মোর আশা-কুসুম বারে বারে।
ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥

View

হায় তুমি চলে যাবে দূরে

নাটিকা : ‘লায়লী-মজনু’
(হায়) তুমি চ’লে যাবে দূরে লায়লী তব মজনু কাঁদিবে একা।

View

হায় পলাশী

হায় পলাশী!
এঁকে দিলি তুই জননীর বুকে কলঙ্ক-কালিমা রাশি,

View

হায় ভিখারি কাহার কাছে

হায় ভিখারি কাহার কাছে হাত পাতিলে হায়।
তোমার চেয়েও আমি যে দীন কাঙাল অসহায়॥

View

হায় স্মরণে আসে গো অতীত

হায় স্মরণে আসে গো অতীত কথা।
নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা,

View

হায় হায় উঠিল মাতম

হায় হায় উঠিল মাতম আকাশ পবন ভুবন ভরি।
আখেরি নবী দ্বীনের রবি বিদায় নিল বিশ্ব-নিখিল আঁধার করি॥

View

হায় হোসেনা হায় হোসেনা

লেটো গান : ‘নীলকুঠি’

View

হিন্দু আর মুসলিম

হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
এক বৃন্তে দু’টি কুসুম এক ভারতে ঠাঁই॥

View

হিন্দু মুসলমান দুটি ভাই

হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা।
এক বাগানে দুটি তরু – দেবদারু আর কদমচারা॥

View

হিন্দোলি হিন্দোলি

হিন্দোলি’ হিন্দোলি’
ওঠে নীল সিন্ধু

View

হিল্‌মিল্‌ হিমেল হাওয়ায়

নাটিকা : ‘অর্জুন-বিজয়’

View

হুটোপুটি করে ছুটোছুটি

‘সাইমন-কমিশনের রিপোর্ট’

View

হুল ফুটিয়ে গেলে শুধু

হুল ফুটিয়ে গেলে শুধু পারলে না হায় ফুল ফোটাতে।
মৌমাছি যে ফুলও ফোটায় হুল ফোটানোর সাথে সাথে॥

View

হৃদি পদ্মে চরণ রাখো

চলচ্চিত্র : ‘ধ্রুব’ (ধ্রুব ও নারদের গান)

View

হৃদি বৃন্দাবন বিহারিণী

হৃদি বৃন্দাবন-বিহারিণী তিনি রাধা (শ্রীরাধা)।
(আমি) তাঁহারি গোলকে প্রেম-ভিখারি তাঁরই শ্রীচরণে বাঁধা॥

View

হৃদয় কেন চাহে হৃদয়

হৃদয় কেন চাহে হৃদয়, আমি জানি মন জানে
জানে নদী কেন যে সে, যায় ছুটে সাগর পানে॥

View

হৃদয় চুরি করতে এসে

হৃদয় চুরি করতে এসে পড়লো ধরা চোর।
বন্দী থাকো এই হৃদয়ে এবার জীবন ভোর॥

View

হৃদয় যত নিষেধ হানে

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।
দূরে যত পালাতে চাই নিকট ততই বাঁধে॥

View

হৃদয় সরসী দুলালে

হৃদয়-সরসী দুলালে পরশি’ গত নিশি।
নিশি-শেষে চাঁদ পূর্ণিমা চাঁদ গেল মিশি॥

View

হৃদয়েরি পটে তোমার মূরতি রেখেছি

হৃদয়েরি পটে, তোমার মূরতি রেখেছি আঁকিয়া যতনে।
ভালোবাসা দিয়ে রেখেছি ঘিরিয়ে নিভৃত পরানে গোপনে॥

View

হে অশান্তি মোর এসো

হে অশান্তি মোর এসো এসো –
(তব) প্রবল প্রেমের লাগি ভবন হ’তে।

View

হে উষা

হে উষা!
অরুণিত আকাশ হতে এসো শোভন পথে!

View

হে উষা

হে উষা!
অরুণিত আকাশ হতে এসো শোভন পথে!

View

হে কৃষ্ণ চাঁদ

হে কৃষ্ণ চাঁদ দাসীর হৃদয়ে কখন উদয় হবে?
তুমি চিরদিন কৃষ্ণা তিথির আঁধারে কি ঢাকা রবে?

View

হে গোবিন্দ ও অরবিন্দ

হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে শরণ দাও হে।
বিফল জনম কাটিল কাঁদিয়া, শান্তি নাহি কোথাও হে॥

View

Sign in

Sign Up

Forgotten Password