খর রৌদ্রের হোমানল জ্বালি

খর রৌদ্রের হোমানল জ্বালি’ তপ্ত গগনে জাগি।
রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী॥

View

খাওজাইয়া খাওজাইয়া মর্‌লাম

খাওজাইয়া খাওজাইয়া মর্‌লাম মা গো মা খোস পাঁচড়ায়।
যেন কাব্‌লিওয়ালা হালুম বাঘা কুত্তা মেকুর আঁচড়ায়॥

View

খাতুনে জান্নাত ফাতেমা

খাতুনে জান্নাত ফাতেমা জননী – বিশ্ব-দুলালী নবী নন্দিনী,
মদিনাবাসিনী পাপতাপ নাশিনী উম্মত-তারিণী আনন্দিনী॥

View

খুঁচি খুঁচি সূচি সারি

নাটক : ‘আলেয়া’

View

খুলেছে আজ রঙের দোকান

খুলেছে আজ রঙের দোকান বৃন্দাবনে হোরির দিনে।
প্রেম-রঙিলা ব্রজ-বালা যায় গো হেথায় আবির কিনে॥

View

খুশি লয়ে খুশরোজের

খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্‌-নসীব।
জ্বাল্‌ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ প্রদীপ॥

View

খেলত বায়ু ফুলবন মে

খেলত বায়ু ফুলবন-মে, আও প্রাণ-পিয়া
আও মন-মে প্রেম-সাথি আজ রজনী, গাও প্রেম-পিয়া॥

View

খেলা শেষ হল

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।
কাঁদিও না, কাঁদিও না – তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা॥

View

খেলি আয় পুতুল

খেলি আয় পুতুল-খেলা ব’য়ে যায় খেলার বেলা সই।
বাবা ঐ যান আপিসে ভাব্‌না কিসের খোকারা দোলায় ঘুমোয় ঐ॥

View

খেলিছ এ বিশ্ব লয়ে

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে॥

View

খেলিছে জলদেবী

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে।
তরঙ্গ-লহর তোলে লীলায়িত কুন্তলে॥

View

খেলে চঞ্চলা বরষা বালিকা

খেলে চঞ্চলা বরষা-বালিকা
মেঘের এলোকেশ ওড়ে পুবালি বায়

View

খেলে নন্দের আঙিনায় আনন্দ দুলাল

খেলে নন্দের-আঙিনায় আনন্দ দুলাল।
রাঙা চরণে মধুর সুরে বাজে নূপুর-তাল॥

View

খেলো না আর আমায় নিয়ে

খেলো না আর আমায় নিয়ে, প্রিয় অলস খেলা।
নিঠুর খেলা খেল এবার ফুরায় খেলার বেলা॥

View

খোদা এই গরীবের শোন

খোদা এই গরীবের শোন শোন মোনাজাত।
দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি ক্ষুধা পেলে লবণ-ভাত॥

View

খোদাকে স্মরণ কর

লেটো গান : ‘যুবরাজ দারা শিকোহ্’

View

খোদার প্রেমের শরার পিয়ে

খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প’ড়ে
ছেড়ে’ মস্‌জিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধ’রে॥

View

খোদার রহম চাহ যদি

খোদার রহম চাহ যদি নবীজীরে ধর।
নবীজীরে মুর্শিদ কর নবীর কলমা পড়॥

View

খোদার লীলা কে বুঝিতে পারে

লেটো গান : ‘যুবরাজ দারা শিকোহ্’

View

খোদার হবিব হলেন নাজেল

খোদার হবিব হলেন নাজেল খোদার ঘর ঐ কাবার পাশে।
ঝুঁকে’ প’ড়ে আর্শ কুর্শী, চাঁদ সূরয তাঁয় দেখতে আসে॥

View

খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী

খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা
খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা॥

View

খোলো খোলো খোলো গো দুয়ার

খোলো খোলো খোলো গো দুয়ার।
নীল ছাপিয়া এলো চাঁদের জোয়ার॥

View

খোলো মা দুয়ার খোলো

খোলো মা দুয়ার খোলো, প্রভাতেই সন্ধ্যা হলো দুপুরেই ডুব্‌ল দিবাকর গো।
সমরে শয়ান ওই, সূত তোর বিশ্বজয়ী, কাঁদনের উঠ্‌ছে তুফান-ঝড় গো॥

View

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

নাটিকা : ‘বিজয়া’
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্ নে!

View

খয়বর জয়ী আলী

খয়বর জয়ী আলী হায়দর জাগো জাগো আরবার।
দাও দুশমন দুর্গ-বিদারী দু’ধারী জুল্‌ফিকার॥

View

Sign in

Sign Up

Forgotten Password