নীল যমুনায় কদম তলে বাঁশি বাজে

লেটো গান : ‘কংস বধ’

View

নীল সরসীর জলে

নীল সরসীর জলে চতুর্দশীর চাঁদ ডোবে আর উঠে গো।
এলোকেশে ঢেউয়ে জড়াজড়ি ক’রে পড়ে লুটে গো॥

View

নীল হরি এসো নীলে হিরণে

নীল হরি এসো নীলে হিরণে সেজে মন হরিতে
হে নীল হৃষিকেশ বিজড়িত হয়ে এসো

View

নীলবর্ণা নীলোৎপল

নীলবর্ণা নীলোৎপল-নয়না শাকম্ভরী।
শত চোখে শত নীল পদ্ম ফুটিয়াছে মরি, মরি।

View

নীলাম্বরী শাড়ি পরি

নীলাম্বরী-শাড়ি পরি’ নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥

View

নুমো নুমো মা মুনসা চুরণে তুমার

লেটো গান : ‘বনের মেয়ে পাখি’

View

নূপুর মধুর রুনুঝুনু

নূপুর মধুর রুনুঝুনু বোলে।
মন-গোকুলে রুনুঝুনু বোলে॥

View

নূরজাহান

নূরজাহান, নূরজাহান!
সিন্ধু নদীতে ভেসে,

View

নূরের দরিয়ায় সিনান

নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন আস্‌মানের কোলে রাঙা চাঁদ দোলে॥

View

নৃত্যময়ী নৃত্যকালী

নৃত্যময়ী নৃত্যকালী নিত্য নাচে হেলে দুলে।
তার রূপের ছটায়, নাচের ঘটায় শম্ভু লুটায় চরণ-মূলে॥

View

নেগাবান হও রহমান

লেটো গান

View

নেহি তোড়ো ইয়ে

নেহি তোড়ো ইয়ে ফুলোঁ কি ডালি রে হা।
মালি ভোমরা বুলবুল তেরি গালি রে হা॥

View

নয় বনহরিণী

লেটো গান : ‘অন্ধ রাজা’

View

নয়ন ভরা জল গো তোমার

নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল
ফুল নেব না, অশ্রু নেব ভেবে হই আকুল॥

View

নয়ন ভরিয়া দেখিলাম রূপ

লেটো গান : ‘ঠক্পুরের ঠগ্’

View

নয়ন মুদিল কুমুদিনী হায়

নয়ন মুদিল কুমুদিনী হায়!
তাহার ধ্যানের চাঁদ ডুবে যায়॥

View

নয়ন যে মোর বারণ মানে না

নয়ন যে মোর বারণ মানে না।
বারণ মানে না মন কাঁদন মানে না॥

View

নয়না গাঁয়ের নয়নমণি

নয়না গাঁয়ের নয়নমণি,
সে যে রূপের রানী গো।

View

নয়নে ঘনাও মেঘ

নয়নে ঘনাও মেঘ, মালবিকা!
গগনে জাগাও তব নীরদ-লিখা॥

View

নয়নে তোমার ভীরু

নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি’ হেরিয়া আপন ছায়া॥

View

নয়নে নিদ নাহি

নয়নে নিদ নাহি।
নিশীথ প্রহর জাগি, একাকিনী গান গাহি॥

View

Sign in

Sign Up

Forgotten Password