যে কালীর চরণ পায়

যে কালীর চরণ পায় রে কালীর চরণ পায়।
সে মোক্ষ, মুক্তি কিছুই নাহি চায়॥

View

যে দুর্দিনের নেমেছে বাদল

যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি’
ঝড়ের বন্ধু আঁধার নিশীথে ভাসায়েছি মোর ভাঙা তরী॥

View

যে নামে মা ডেকেছিল সুরথ

যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে।
সেই নাম তুই শিখিয়ে দে মা, ডাকব আমি তেমনি ক’রে॥

View

যে পথ দিয়ে নিত্য তোমার হয় যাওয়া আসা

ছেলে : যে পথ দিয়ে নিত্য তোমার, হয় যাওয়া আসা।
সেই পথের ধারেতে আমি বাঁধিনু বাসা॥

View

যে পাষাণ হানি

যে পাষাণ হানি বারে বারে তুমি আঘাত করেছ, স্বামী,
সে পাষাণ দিয়ে তোমার পূজায় এ মিনতি রাখি আমি॥

View

যে পেয়েছে আল্লার নাম

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি,
তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি॥

View

যে ব্যথায় এ অন্তর

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে’।
তারি ঢেউ এ সঙ্গীতে মোর মুরছায় সুরের কূলে॥

View

যে রসুল বলতে নয়ন ঝরে

যে রসুল বলতে নয়ন ঝরে সেই রসুলের প্রেমিক আমি।
চাহে আমার হৃদয়-লায়লী সে-মজনুরে দিবস-যামী॥

View

যেতে নাহি মদিনায় আমি

যেতে নারি মদিনায় আমি হে প্রিয় নবী
আমারই ধ্যানে এসো প্রাণে এসো আল-আরবি॥

View

যেথা যাই সেথা শুনি

লেটো গান : ‘মেঘনাদ বধ’

View

যেদিন রোজ হাশরে

যেদিন রোজ হাশরে করতে বিচার তুমি হবে কাজী
সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজী॥

View

যেদিন লব বিদায় ধরা ছাড়ি

যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে।
ধুলো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে॥

View

যেন দুধ সাগরের ননী

নাটক : ‘মধুমালা’
যেন দুধ-সাগরের ননী দিয়ে তৈরী লো এর গা।

View

যেন ফিরে না যায় এসে

যেন ফিরে না যায় এসে আজ বঁধুয়া ফিরে না যায়।
সখি দিস্নে তোরা তা’রে লাজ বঁধুয়া ফিরে না যায়॥

View

যেন ভোরে জাগি তব

যেন ভোরে জাগি তব নাম গেয়ে।
ঘুম যেন ভাঙে তব মুখ চেয়ে॥

View

যেয়ো না যেয়ো না

যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল হয়নি যাবার বেলা।
সংসার-পাথারে, আজো দোলে পাপের ভেলা॥

View

যেয়ো না সুন্দরী লো প্রাণ

যেয়ো না সুন্দরী লো প্রাণ
মাথা খাও, ফিরে চাও, তু হি মেরিজান॥

View

যোগী শিব শঙ্কর

যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥

View

যৌবন ঢেউ এসে লাগিল

লেটো গান : ‘রাজা জয়চাঁদের ধর্ম পরীক্ষা’

View

যৌবন তটিনী ছুটে চলে

নাটক : ‘আলেয়া’
যৌবন-তটিনী ছুটে চলে ছল্ছল্।

View

যৌবন সিন্ধু টলমল্

যৌবন-সিন্ধু টলমল্, প্রেমের ইন্দু আকাশে টলমল্।
হৃদয়-তটিনী জোয়ারে নেচে যায়, তরঙ্গ-রঙ্গে ছল্ ছল্ ছল্ ছল্॥

View

যৌবনে যোগিনী

নাটক : ‘আলেয়া’
যৌবনে যোগিনী, আর কতকাল র’বি অভিমানিনী।

View

যৌবনে যোগিনী সাজিয়া

যৌবনে যোগিনী সাজিয়া লো সজনী
খুঁজি বন-মালীরে বনে বনে

View

যৌবনের বনে মোর কোয়েলা

যৌবনের বনে মোর কোয়েলা মত্‌ মাচাও শোর।
বিরহ দাহনে জ্বলে মরি, তুভি যোর্‌ সতানা ছোড়॥

View

Sign in

Sign Up

Forgotten Password