শংকর রূপে শ্যামল আওল

শংকর-রূপে শ্যামল আওল।
ত্রিনয়ন মেলি’ আঁখি-প্রসাদ বিলাওল॥

View

শক্তের তুই ভক্ত শ্যামা

শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে।
(তাই) শাক্ত সাধক রাখে তোরে ভক্তি-ডোরে বেঁধে॥

View

শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া

শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া শঙ্করী শিবানী।
বালিকা-সম লীলাময়ী নীল-উৎপল-পাণি॥

View

শঙ্কর সাজিল প্রলয়ঙ্কর সাজে রে

শঙ্কর সাজিল প্রলয়ঙ্কর সাজে রে।
বজ্রের শিঙ্গা মেঘের ডম্বরু বাজে গুরুগুরু

View

শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে

শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে বাজিছে শঙ্খ ঐ
পুণ্য-চিত্ত মৃত্যু-তীর্থ-পথের যাত্রী কই॥

View

শঙ্খ বাজে না ঘণ্টা বাজে না

লেটো গান : ‘ভক্ত মুচি’

View

শত জনম আঁধারে আলোকে

শত জনম আঁধারে আলোকে তারকা-গ্রহে লোকে লোকে
প্রিয়তম! খুঁজিয়া ফিরেছি তোমারে॥

View

শব্দভেদি শিখেছি

লেটো গান : ‘সিন্ধু বধ’

View

শহীদী ঈদগাহে দেখ্

শহীদী ঈদগাহে দেখ্ আজ জমায়ত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফর্মান জারি॥

View

শা আর শুড়ি মিলে শাশুড়ি কি হয় গো

শা আর শুড়ি মিলে শাশুড়ি কি হয় গো।
শ্যাম প্রেমে বাধা দেয় স্বামী তারে কয় গো॥

View

শাওন আসিল ফিরে

শাওন আসিল ফিরে সে ফিরে এলো না
বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না॥

View

শাওন ঘোর রিমিঝিমি

(শাওন ঘোর) রিমিঝিমি রিমিঝিমি বারিধারা বরষে।
নাচে শিখী শ্যাম ঘন দরশে॥

View

শাওন-রাতে যদি

শাওন-রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে॥

View

শাদী মোবারক

শাদী মোবারকবাদী শাদী মোবারক।
দেয় মোবারক-বাদ আলম্‌ রসুলে-পাক আল্লা হক॥

View

শান্ত এ তপোবন

লেটো গান : ‘কুশ ও লব’

View

শান্ত হও শিব বিরহ বিহ্বল

শান্ত হও, শিব, বিরহ-বিহ্বল
চন্দ্রলেখায় বাঁধো জটাজুট পিঙ্গল॥

View

শারদ নিশির হিমেলা বাতাস

শারদ নিশির হিমেলা বাতাস, তারা-ভরা এই অসীম আকাশ।
স্বপ্ন-বিলাসিনী চাঁদের আবাস, কাশ ফুলে দোলে কার নিশাস্॥

View

শারদ সন্ধ্যা সমীরে দোলা

শারদ-সন্ধ্যা সমীরে দোলা লাগে ধরণীর বিহ্বল-চিত্তে।
এসো পুরবাসী করি’ সজ্জা, ভরাও ভুবনে গীত-নৃত্যে॥

View

শাল পিয়ালের বনে গো

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’

View

শিউলি তলায় ভোর

শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝ’রে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা॥

View

শিউলি ফুলের মালা দোলে

শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী কই।

View

শিউলি মালা গেঁথেছিলাম তোমায় দেব বলে

শিউলি-মালা গেঁথেছিলাম তোমায় দেব ব’লে।
না নিয়ে সে-মালঅ নিঠুর তুমি গেলে চ’লে॥

View

শিকলে যাদের উঠেছে বাজিয়া

‘বন্দনা-গান’

View

শিব অনুরাগিণী গৌরী জাগে

শিব-অনুরাগিণী গৌরী জাগে।
আঁখি অনুরঞ্জিত প্রেমানুরাগে॥

View

শিবা হযে পরাজিতে পশুরাজে সাধ

‘লেটো গান’

View

Sign in

Sign Up

Forgotten Password